আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে গিয়ে শান্ত মনে ঈশ্বরের দ্বারস্থ হয়েছিলেন মহিলা বিচারক। দু'হাত জড়ো, বন্ধ ছিল চোখ। আর এতেই সুবিধা হয়ে গেল গর্ভগৃহের মধ্যে ওঁত পেতে দাঁড়িয়ে থাকা চোরেদের। তারা ছিনিয়ে নেয় বিচারকের মঙ্গলসূত্র। বিষয়টি জানাজানি হতেই গেল গেল রব। পুলিশও বেজায় তৎপর। মন্দিরের মধ্যে থেকে পাকড়াও করে ১০জন মহিলা চোরকে!
ঘটনাটি উত্তরপ্রদেশের বৃন্দাবনের ঠাকুর শ্রী রাধারমন মন্দিরে। গত ১লা জুন এই চুরির ঘটনা ঘটে।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার গত ১ জুন জানান, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নিযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রেমা সাহু পরিবারের সদস্যদের সঙ্গে বৃন্দাবনের ঠাকুর শ্রী রাধারমন মন্দির পরিদর্শন করছিলেন। তখন তাঁর সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হয়। এসএসপি বলেন, "আমরা মন্দিরে সক্রিয় মহিলা চোর এবং পকেটমারদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য একটি অভিযান শুরু করেছি। যার ফলে শনিবার ১০ জন মহিলা চোরকে গ্রেপ্তার করা হয়েছে।"
মথুরা, বৃন্দাবনের মন্দিরগুলি জনাকীর্ণ। সেগুলিতেই লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে। ভক্ত সেজে মন্দিরের ভিতরে ওঁত পেতে থাকে মহিলা চোরের দলবল। এসএসপি-র কথা অনুসারে, পুরুষ ও মহিলাদের বেশ কয়েকটি চুরি যাওয়া পার্স উদ্ধার করেছে পুলিশ, যার মধ্যে নগদ টাকা, আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। মিলেছে মোট ১৮,৬৫২ টাকা নগদ।
এসএসপি কুমার জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে যে- ধৃত মহিলারা মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে মথুরা, বৃন্দাবনের মন্দিরে এসে এই হাত সাফাইয়ের কাজ করেন।
আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সব মহিলাকে কারাগারে পাঠানো হয়েছে।
